ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুর রাবার বাগানে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক অক্টোবর বুধবার সকালে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কুলাল পাড়া এলাকায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এলাকাবাসীর ধারণা, মরদেহটি ঝুলিয়ে রাখলেও নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফরিদ লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার শরীরের আঘাত রয়েছে। এ নিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।