এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর সূর্যনগর রেলস্টেশনে নকশিকাথা মেইল ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, ঘটনার সংবাদ পেয়েই জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরী করে তার পরিবারেক টেলিফোনে জানানো হয়েছে। লাশটি উদ্বার করে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতের নাম ওছামা ইব্রাহিম রাব্বি (২১)। তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, রাব্বির বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার মধ্যপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ নাসির উদ্দিন ও মায়ের নাম রাবেয়া সুলতানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে নিহত হন রাব্বি।