মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে উছমান মিয়ার ছেলে ওয়াসিম (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আহতরা হলেন, সিয়াম (১৮), আরিফ (১৭), তুহিন (১৬) ও আনাস (১৫)। তারা নলবাইদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আজ বুধবার (১ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক একসাথে নদে মাছ ধরতে নামে। এক সময় হঠাৎ নদের স্রোতে তারা তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে আহত অবস্থায় পার্শ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় নিখোঁজ ওয়াসিমের কোন খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।