মো. মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা জামাতের আমীর আ ন ম ইলিয়াস এর সভাপতিত্বে আল্লাহু চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমীর আ ন ম ইলিয়াস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান আতিকী, উপজেলার সাবেক আমীর মনসুর মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের প্রস্তাবসমূহ দেশের মুক্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তারা আরও বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না।
জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বাইতুল মাল সম্পাদক মোঃ আবু বকর সরকার, উপজেলা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুস সাকিব তন্ময়, নবীপুর পূর্ব ইউনিয়নের আমীর গোলাম মোস্তফা, ধামগড় ইউনিয়নের আমীর খন্দকার আব্দুল আউয়াল, ধামগড় ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।