ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন নীলফামারীর ডিমলা উপজেলা জিয়া পরিষদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ডিমলা উপজেলা সদরের ব্যবসায়ী-পথচারীদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারী জেলা জিয়া পরিষদের আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু। লিফলেট বিতরণে ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যক্ষ আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সেলিম জাহাঙ্গীর, আলাউদ্দীন, কামরুজ্জামান, এ্যাডভোকেট আসাদুজ্জামান রায়হান, রেজাউল কবীর, আলমগীর বাদশা, সদস্য স্বপনুজ্জামান, আব্দুল করিম ভুট্টুসহ জিয়া পরিষদের ইউনিয়ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।