মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবরদানোৎসবকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শেষ বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে সম্প্রীতি সভায় যোগ দেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) জোন অধিনায়ক লে: কর্ণেল মুহা: শাহীনূল ইসলাম, পিএসসি, পিএসসি, জি, জেলা পুলিশ সুপার জনাব মো: আরেফিন জুয়েল বক্তব্য দেন।
এছাড়াও, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাটিরাঙ্গা উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা এনসিপির আহবায়ক নুর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি আমির হোসেন রনি, খাগড়াছড়ির খ্রিস্টান ফোরামের আহবায়ক সুনী ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশনের সহ-সভাপতি বাধীরাম কার্বারী, উপজেলা সনাতন ঐক্য পরিষদের স্বপন কান্তি পাল প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবরদানোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সুপ্রদীপ চাকমা বলেন, আসন্ন দুর্গাপূজা ও কঠিন চীবরদানোৎসব সফলভাবে সম্পন্নে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। শান্তি-শৃঙ্খলা রক্ষা সবার দায়িত্ব এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাইকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায়, জেলা-উপজেলা পর্যায়ের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।