ঢাকা
২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:২৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৫

হবিগঞ্জে ভারতীয় জিরা বোঝাই ট্রাক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল। এ সময় সন্দেহজনক ট্রাককে চিহ্নিত করে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকভর্তি অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকারও বেশি।

বিজিবি সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অভিনব কৌশলে এই চোরাচালানের চেষ্টা করছিল। আটককৃত ট্রাক ও জব্দ পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এ প্রসঙ্গে বলেন, চোরাকারবারিরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করে আসছে এবং করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram