ঢাকা
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৫

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির হাজী আফতাবউদ্দিন আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর নায়েবে আমির, গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান।

এ সময় বক্তব্য রাখেন, নরসিংদী জেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. মকবুল হোসাইন, গাজীপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাহমুদ হাসান, উপজেলা নায়েবে আমির মাওলানা বদিউজ্জামান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ পৌর আমির আমিমুল এহসান, জাঙ্গালিয়া ইউনিয়ন আমির জাকির হোসেন দর্জি, জামালপুর ইউনিয়ন আমির হাফেজ কামরুল ইসলাম, নাগরী ইউনিয়ন সেক্রেটারী আবুল হাসনাত প্রমুখ।

সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই ৫ দফা দাবি জানায়।

পরে খায়রুল হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram