ঢাকা
২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৪২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ে ‘বাল্যবিয়েকে না বলুন’ স্লোগানে লাল কার্ড প্রর্দশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বজন সমাবেশের একুশতম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা।

তিনি বলেন, বাল্যবিয়ের কারণে মাতৃমৃত্যু-নবজাতক শিশুর মৃত্যু বাড়ছে। কিশোরী মা’র রক্তশূন্যতা, শিশুর অপুষ্টির প্রধান কারণ হলো বাল্যবিয়ে। যা পারিবারিক সমস্যাও সৃষ্টি করছে। সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস্ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

‘বাল্যবিয়ে; মাতৃ ও শিশু মৃত্যু বাড়ায়, বাড়ে সামাজিক-পারিবারিক কলহ, দ্বন্ধ-সংঘাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মো. রইছ উদ্দিন।

বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক মো. সেলিম, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গৌতম চন্দ্র রায়, রতন চন্দ্র দেবনাথ, সঞ্জয় কুমার দাস, মুহাম্মদ সাইফুল ইসলাম খান, মো. নুরুল হক, দেলোয়ারা বেগম, ফেরদৌসি বেগম, সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম, আবু সিদ্দিক মো. আলমগীর, ফওজিয়া আক্তার, কামরুল ইসলাম রাসেল, মোহর মিনজ, ট্রেড ইন্সট্রাক্টর মো. আজিজুল হক, আবু সাদাত মো. সামিউল হক, সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ, সুমন চন্দ্র পন্ডিত, মো. আল আমিন প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram