ঢাকা
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৫
logo
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৫

এনসিপিকে নির্বাচন বানচাল বা পিছিয়ে দেয়ার অপবাদ দেয়া হচ্ছে: নাহিদ ইসলাম

জামালপুর প্রতিনিধি: এনসিপিকে নির্বাচন বানচাল বা পিছিয়ে দেয়ার অপবাদ দেয়া হচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নই দেখতো না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, উল্টো শেখ হাসিনার আমলে নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করতে হতো।

সোমবার (২৮ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৮তম দিনে জামালপুরে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় সংস্কার প্রক্রিয়ায় একটি উচ্চকক্ষ প্রয়োজন দাবি করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ দুই ভাগ করে ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়। সেই উচ্চকক্ষের বিষয়ে ঐক্যমত না হওয়ায় জুলাই সনদ আটকে রয়েছে বলে জানান তিনি। যারা এখনো ঐক্যমত পোষণ করেনি তাদেরকে জনগণের স্বার্থে ঐক্যমত পোষণ করার আহ্বান জানিয়ে জুলাই সনদের মাধ্যমে ৫ আগষ্ট সর্বদলীয় ভাবে উদযাপন করার আশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, সারা দেশের তৃণমূলে একক আধিপত্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ভিন্ন মতের কেউ থাকলে তাদের বিরোধিতা করা হচ্ছে বলে দাবি করেন নাহিদ।

এর আগে বক্তব্যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ও গুম, খুনের বিচার চান এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি আর কুক্ষিগত ক্ষমতাই ফিরে না যেতে আহবান জানান।

সকালে জেলা পরিষদের ডাকবাংলোতে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর হরিজন পল্লীতে যান তিনি। পরে শহরের তমাল থেকে ফৌজদারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার ৭ উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram