মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বিগত ফ্যাসিষ্ট সরকার আওয়ামী লীগের ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক (সাবেক ইউপি চেয়ারম্যান) সহ ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে) দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে বিশেষ অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ। অভিযানে বিগত ফ্যাসিষ্ট সরকার আওয়ামীলীগের বিভিন্ন অপরাধের সাথে জড়িত বিরামপুর উপজেলার ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। বর্তমান পেক্ষাপটে প্রতিনিয়ত এলাকায় নাশকতা সৃষ্টি করা সহ জনমনে অশান্তি সৃষ্টি করার আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা বিগত ফ্যাসিষ্ট সরকার আওয়ামীলীগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের পারগোবিন্দপুর গ্রামের মৃত আঃ সাত্তার মন্ডলের ছেলে মুকুন্দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক (সাবেক চেয়ারম্যান) সাইফুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত মোবারক আলী মন্ডলের ছেলে বর্তমান মুকুন্দপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, একি এলাকার মৃত রমজান আলী মন্ডলের ছেলে বর্তমান মুকুন্দপুর ইউনিয়নের সহ সম্পাদক জাকিরুল ইসলাম, ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের চক হরিদাসপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামিদের আজকে শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।