আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋন কার্যক্রমের গতিশীলতা আনায়নে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান।
দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উত্তরপাড়া সমিতির দলনেতা আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপকারভোগী শওকত আলী, দেবীশহর সমাজসেবা সমিতির সভাপতি আব্দুল মাজেদ, দলনেতা আসাদুল্লাহ আকাশ, কামটা সমিতির সভানেত্রী রেবেকা খাতুন, সুশীলগাতী সমিতির দলনেতা রোজিনা খাতুন, সমিতির সভাপতি দিলীপ কুমার, সভাপতি আব্দুল হামিদসহ সকল সমিতির সভাপতি ও দলনেতাগন।
প্রশিক্ষনে বক্তারা ক্ষুদ্র ও সুদমুক্ত ঋনের মাধ্যমে একজন মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে সেই দিকে সবাইকে সজাগ থেকে দারিদ্র্যতা নিরসনে ভূমিকা রাখার আহবান জানান।