মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণ: কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার হতদরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যতিক্রমী সহায়তা হিসেবে সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে লাকসাম জামেয়া ইসলামিয়া নাসিরুল উলুম মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।
বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি'র সদস্য সচিব ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো: গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মাওলানা আবু ইউসুফ, লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান জুয়েল, মাইনুল হক মিঠুসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ব্যক্তিগত অর্থায়নে নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দুটি উপজেলার ১৯টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ৩০ জন কর্মহীন অসহায় নারীদেরকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন।
নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ‘লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি আমার ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের ফাউন্ডেশন গত ১০ বছর ধরে নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে।