ঢাকা
২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১৬
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

পুলিশকে সুরক্ষা দিতে জনগণেরও দায়িত্ব রয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করে, ঠিক তেমনিভাবে সৎ পুলিশদেরও রক্ষার দায়িত্ব জনগণের ওপর বর্তায়।

আজ মঙ্গলবার (২০ মে) সকালে বরিশাল সার্কিট হাউসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, শুধু একতরফা ভাবে উন্নয়ন সম্ভব নয়। জনগণ এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে।

আমরা আশা করি, যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি কার্যকর ও দায়বদ্ধ স্থানীয় সরকার গঠন সম্ভব।

দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্রতার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নদী ভাঙনের কারণে যেমন মানুষের দারিদ্র্য বেড়েছে, তেমনি দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা এবং কৃষিজমির উর্বরতা হ্রাস এই সমস্যাগুলোও দারিদ্র্য জনগোষ্ঠী সৃষ্টি করছে।

সুনামগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ এক সময় চরম দারিদ্র্যের অঞ্চল ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, বরিশাল এবং খুলনার কিছু নীচু এলাকা একইভাবে প্রভাবিত হচ্ছে।

কৃষিতে ঘের নির্মাণ ও বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপদেষ্টা আরও বলেছেন, দেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি।

ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে মাঝে মাঝে পুরোনো অনিয়ম ফিরে আসার প্রবণতা দেখা যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো একটি সুশাসিত, গণতান্ত্রিক ব্যবস্থার ভিত গড়ে তোলা, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram