রংপুরে সড়ক দুর্ঘটনা ও রোড সেফটি সংক্রান্ত প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সচেতনতামূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পিটিআই হল রুমে হাইওয়ে পুলিশ রংপুর রিজিওনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের রংপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ত্ব করেন পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট নিরেশ চন্দ্র মুখার্জি। এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৮ হাজারেরও বেশি মানুষ মারা যায়। প্রায় অর্ধ লক্ষাধিক লোক আহত হয়। মানুষ ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে না। আর মনোযোগ সহকারে গাড়ি চালায় না। জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এছাড়াও অসংখ্য মানুষ পঙ্গুত্ব হয়ে বেঁচে থাকে তাদের জীবনে ভয়াবহ অভিশাপ। সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত সকল ট্রাফিক আইন মেনে চলবো নিজেদের জীবনকে সুরক্ষা দেয়ার জন্য। আর মানুষ প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন প্রাথমিক বিদ্যালয় থেকে। তাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই সচেতনামূলক এই প্রশিক্ষণের আয়োজন করেছি। যাতে করে এনারা এই প্রশিক্ষণের ট্রাফিক আইন শৃঙ্খলা সম্পর্কে সচেতন হতে পারেন এবং শিক্ষার্থীদেরও সচেতন করতে পারেন। তাহলে এক সময় আস্তে আস্তে আমাদের সড়ক দুর্ঘটনা কমবে।