মিঠাপুকৃর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে প্রতিবেশী চাচা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর গতকাল শনিবার অভিযুক্ত মাসুদ মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের পশ্চিম গেনারপাড়া গ্রামে। অভিযুক্ত মাসুদ রানা একই গ্রামের মৃত. মতিয়ার রহমানের ছেলে। পেশায় সে একজন দিনমজুর।
ভুক্তভোগী শিশুটির পিতার অভিযোগ, ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটি একটু বোকা স্বভাবের। বোকা এবং সহজ সরল প্রকৃতির হওয়ায় শিশুটিকে প্রতিবেশী চাচা মাসুদ রানা প্রায়ই বিস্কুট এবং চকলেটের প্রলোভণ দেখাতেন। ঘটনার দিন গত ৮ নভেম্বর শিশুটিকে মাসুদ রানা চকলেটের প্রলোভণ দেখিয়ে পাশ্ববর্তী একটি আমবাগানে নিয়ে গিয়ে তাঁকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরআগে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শিশুটিকে ধর্ষণের কারণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।শিশুটির শারীরিক পরিবর্তন দেখে শিশুটির মা এবং খালার সন্দেহ হলে শনিবার (৯-মে) সকালে হাসপাতালের প্রাথমিক টেস্ট করে জানতে পারেন শিশুটি অন্তঃসত্ত্বা। পরিবার শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে শিশুটি বলেন, প্রতিবেশী চাচা মাসুদ রানা দীর্ঘদিন থেকে তার সঙ্গে খারাপ কাজ করে আসছে।
শিশুটির এমন অভিযোগের ভিত্তিতে শিশুটির পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে মিঠাপুকুর থানা পুলিশ অভিযুক্ত মাসুদ রানাকে নিজ বাড়ি থেকে আটক করেন। শিশুটির মা বলেন, মোর বেটির (মেয়ে) বয়স কেবল (১৩) বছর। একনা মানসিক রোগ আছে। মোর বেটিটার (মেয়ে) মাসুদআনা (মাসুদ রানা) সর্বনাশ করিল। হামরা উয়ার ফাঁসি চাই।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত মাসুদ রানাকে আটক করা হয়েছে।