বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা দেখা দিয়েছে,চরম দুর্ভোগের মধ্য পড়েছে শ্রমজীবী মানুষ।
বৈশাখের শুরুর দিন থেকেই নওগাঁর বদলগাছীতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সকাল থেকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে চারদিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। তাপমাত্রা বাড়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের। বিশেষ করে রিকশা-ভ্যান চালকদের কষ্ট বেড়েছে দ্বিগুণ।
বদলগাছীর ভান্ডাপুর ষ্টান্ডের ভ্যান চালক দুলু মিয়া বলেন, সকাল ১১টার পর থেকে রোদের তাপমাত্রা বেড়ে যায়। এ সময় ভ্যান চালাতে খুব কষ্ট হয় আমাদের। অন্যদিকে,আগের মতো ভাড়া পাওয়া যায় না।
আবার বেশি সময় ধরে রিকশা-ভ্যান চালানোও যায় না। অল্পতেই পানি পিপাসা পায়। এত কষ্টের মধ্যেও আমাদের জীবন বাঁচানোর তাগিদে রাস্তায় বের হতে হয়।
কোলা বাজারের ভ্যান চালক বাবু বলেন, উপজেলা শহর থেকে গ্রাম সবখানেই তাপমাত্রায় পুড়ছে মানুষ। কষ্ট পাচ্ছে প্রাণিকুল। এদিকে কৃষকদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে মাঠের কার্যক্রম। প্রখর এই রোদের মধ্য খুব কষ্ট করে ভ্যান চালাতে হচ্ছে আমার মত শ্রমজীবীদের।
উপজেলার বিলাশবাড়ী ইউপির দুধকুড়ি এলাকার কৃষক আব্দুর রহিম, হাতেম,জানান,কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে কৃষকদের। খুব বেশি সময় মাঠে থাকা যায় না। অন্যদিকে শুকিয়ে যাচ্ছে এলাকার নদ-নদীর - পুকুর,জলাশয়ের পানি-চারিদিকে হাহাকার করছে। তীব্র রোদ আর গরমের মধ্য কৃষি কাজ করতে হচ্ছে।
বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক,সমাজসেবক মোঃ সাজ্জাক হোসেন জানান, কয়েক দিন ধরে চলছে ভ্যাপসা গরম,তীব্র রোদ কে উপেক্ষা করেই এই গরমের মধ্যই উপজেলার বিভিন্ন এলাকার মাঠে ইরি ধান কাটার কাজ করছেন কৃষি শ্রমিকরা। সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে নওগাঁর বদলগাছীর জনজীবন।
শনিবার আবহাওয়া অফিস জানান, গত কয়েক দিন ধরে সারাদেশে চলছে ভ্যাপসা গরম।মাঝারি তাপ প্রবাহ চলছে,তবে সামনের দিনে তাপমাত্রা আরও একটু বাড়বে। ১২তারিখের পর বৃষ্টি হলেও সারাদেশে তাপমাত্রা তেমন কমার সম্ভবনা নেই। তবে চলতি মাসের ১৮-১৯ তারিখের পর থেকে তাপমাত্রা কমবে।