কুয়াকাটায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই পর্যটকের নাম রাজেশ কুমার পাল। শনিবার (১০ মে) ১১টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা টুরিস্ট পুলিশের উপ পরিদর্শক সবুর মিয়া।
নিহত রাজেশ কুমার পাল(৪০) রাজশাহী জেলার পটিয়া এলাকার শরৎ কুমারের ছেলে।
নিহতের ভগ্নিপতি কমল কুমার পাল জানান, গতকাল কুয়াকাটা বেড়াতে এসে হোটেল নীড় ওঠেন। সকালে রাজেশ ও কাকাতে শালা নিয়ে সৈকতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ঢেউয়ের সঙ্গে রাজেশ তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করলে তার খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে ভেসে উঠল তাকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শর্ষ্যা হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার(ওসি)তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।