রফিকুল ইসলাম রনি, চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের ৪জন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ( ১০ মে) দুপুরে গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ সরকার (৬৫), ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বহিস্কৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ফিরোজ মাহমুদ (২৯), মথুরাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বৃ-গুয়াখড়া গ্রামের মোঃ শরিফুল ইসলাম মকবুল (২৫) ও একই গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম (৪২)।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম বলেন, শুক্রবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪জন বিস্ফোরক মামলার আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামীদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।