বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে বখাটের হামলায় এক মসজিদের ইমাম গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতবস্থায় স্থানীয়রা মসজিদের ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মসজিদের ইমাম বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬ টার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব-ভূতেরদিয়া বেপারী বাড়ী মসজিদের ইমাম মোহাম্মদ কামাল হোসেন (৩৫) এর সাথে মসজিদ সংলগ্ন এলাকায় এসে স্থানীয় মৃত মুজাহার ব্যাপারীর ছেলে বখাটে মোহাম্মদ মাসুদ বেপারী(২৮) সালাম বিনিময় করে। মসজিদের ইমাম মোহাম্মদ কামাল হোসেন যথা নিয়মে সালামের জবাব দেন।
পরবর্তীতে ওই বখাটে যুবক মাসুদ বেপারী ইমামের সাথে কোলাকুলি করতে এগিয়ে আসেন, কিন্তু মাসুদ বেপারী এলাকার চিহ্নিত মাদকসেবী ও বখাটে প্রকৃতির লোক হওয়ায় ইমাম মোহাম্মদ কামাল হোসেন কোলাকুলি করতে অনিচ্ছা প্রকাশ করেন।
এ ঘটনায় বখাটে মাসুদ বেপারী উত্তেজিত হয়ে ইমাম মোহাম্মদ কামাল হোসেনক অকথ্য ভাষায় গালমন্দ করে এবং উপুর্যপরি কিল-ঘুষি,লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে ও পরনের বস্ত্র ছিড়ে ফেলে। এ সময় মাসুদ ব্যাপারীর সাথে থাকা অজ্ঞাত আরো দুই ব্যক্তি ইমাম মোঃ কামাল হোসেনের উপর হামলা চালায়। এ সময় ইমাম মোহাম্মদ কামাল হোসেনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় পূর্বভূতিরদিয়া এলাকার মোঃ শাহজাহান শিকদারের ছেলে পিন্টু সিকদার (২৫) সহ অজ্ঞাত আরো ২/৩ জনকে অভিযুক্ত করে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ইমামের উপর হামলার ঘটনায় কেদারপুর ইউনিয়নের একাধিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক হামলাকারী মাদকসেবী মাসুদ বেপারীরসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
ইমামের উপর হামলার ঘটনায় বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টির অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।