শরণখোলা (বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)-এর উদ্যোগে দুইদিনব্যাপী দুর্যোগ প্রশমন ও নেটওয়ার্কিং পার্টনার সক্ষমতা বৃদ্ধিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর এলাকার স্থানীয় জনপ্রতিনিধি মো. সদরুল ইসলাম। সভাপতিত্ব করেন তিনি নিজেই এবং সঞ্চালনায় ছিলেন সিআইএস-এর প্রকল্প কর্মকর্তা নিপম চাকমা।
সভায় সাম্প্রতিক দুর্যোগের প্রভাব ও তা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনগণের দুর্যোগ সংক্রান্ত সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেসবের কার্যকর সমাধানে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মান্না চৌধুরী। তিনি সিআইএস-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, "এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন সিআইএস-এর ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. একে আজাদ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি মো. সদরুল ইসলাম সিআইএস-এর মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে প্রকল্প কর্মকর্তা নিপম চাকমা সিআইএস-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।