ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পুকুর থেকে প্রায় ২ কেজি ওজনের একটি ভাঙা পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (০৩ মে) বেলা ১১টায় উপজেলার নলপুকুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।
বিজ্ঞপ্তিতে আরো জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৭১৩৮৪৮,মানচিত্র-৭৮সি/১২) নলপুকুর নামক স্থানে পুকুরে মাছ ধরার সময় একটি পুরনো ভাঙ্গা পাথরের মূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী বিজিবি’কে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক সুবেদার মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে ৬সদস্যের একটি বিশেষ টহল দল উক্ত স্থানে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় পাথরের মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে পাশের নজিপুর জুয়েলারী সমিতি কর্তৃক পরিক্ষা নিরীক্ষা করে দেখা যায় উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথর নয়। উক্ত উদ্ধারকৃত পাথরের মূর্তির ওজন ১.৬৬০ কেজি যার সিজার মূল্য ৮৩ হাজার টাকা।
সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মক ইকবাল হোসেন।