ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৫

মির্জাগঞ্জে চার বছর ভেঙ্গে পড়ে আছে ব্রীজ, ভোগান্তিতে এলাকাবাসী

উত্তম গোলদার, মির্জাগঞ্জ(পটুয়াখালী): চার বছর আগে পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজারের পূর্ব পাশে শ্রীমন্ত নদীর উপর মহিষকাটা-আন্দুয়া কলাগাছিয়া সংযোগ আয়রন ব্রিজটি ভেঙ্গে যায়। এতে উপজেলার শহরের সঙ্গে সেতুর পূর্ব পাশের ৬টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘদিনেও ব্রীজ নির্মানের উদ্যোগ না নেওয়ায় চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এবং ব্রীজটি পুনর্র্নিমাণের দাবি এলাকাবাসীর।

ব্রীজটি পূর্ননির্মানের জন্য সামাজকি যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সচেতনাতামূলক পোষ্ট করেছেন অনেকেই। তবে মজিষকাটা বাজার থেকে দক্ষিন দিকে প্রায় তিন কিলোমিটার দূরে ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর ব্রীজ নির্মান হলেও এখনও এ এলাকার মানুষ মহিষকাটা বাজারে মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামসহ আরো ৬টি গ্রামের মানুষ খেয়া নৌকার উপর ভরসা করে চলতে হচ্ছে। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগ সহজ করতে ২০০২-০৩ অর্থবছরে উপজেলার শ্রীমন্ত নদীর উপর মহিষকাটা-আন্দুয়া কলাগাছিয়া সংযোগ দীঘ ৯০ মিটার আয়রন ব্রীজিট নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

জানা যায়, প্রমত্তা পায়রা নদীর একটি শাখা নদী শ্রীমন্ত নদী। মহিষকাটা বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীর খালের মধ্যে সেতুর কোন চিহ্ন নেই। তবে সেতুর পূর্ব ও পশ্চিম পাশে ভেঙ্গে যাওয়া সেতুর কয়েকটি কংক্রিটের অংশ দেখা যায়।

মহিষকাটা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ মিজু খান জানান, ব্রীজটি ভেঙ্গে পড়ে একজন মাদ্রসা শিক্ষক নিহত এবং কয়েকজন আহত হন। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় মির্জাগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের প্রায় ৪-৫ কিলোমিটার ঘুরে চলাচলা করতে হয়। এতে তাদের অর্থ ও সময়ের অপচয় হয়। পূর্ব পাশের মানুষ এখন খেয়া নৌকায় যাতায়াত করছে। এতে উপজেলা শহরে যেতে চরম দুর্ভোগের শিকার হয় লোকজন।

সেতুটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান,উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর ৯০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু ছিলো। গত ২০২১ সালে হঠাৎ করে কয়েকটি অটোগাড়িসহ ভেঙ্গে পড়ায় কলাগাছিয়া গ্রামসহ ৬টি গ্রামের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে এসকল গ্রামের কয়েক হাজার মানুষ। এখানে ব্রীজ নির্মানের দাবী এলাকাবাসীর।

প্রসঙ্গতঃ গত ২০১৯ সালের ২১ জানুয়ারী বেড়েরধন খালের উপর মির্জাগঞ্জ উপজেলার ডোকলাখালী- পাশ্ববর্তী বেতাগী উপজেলার হোসনাবাদ সংযোগ আয়রন ব্রীজটি একটি ধান বোঝাই ট্রলার যাওয়ার সময় ধাক্কা লাগে ভেঙ্গে যায়। বেড়েরধন খালের উপর মির্জাগঞ্জ উপজেলার ডোকলাখালী-পাশ্ববর্তী বেতাগী উপজেলার হোসনাবাদ সংযোগ ব্রীজও ঝূকিপূর্ন অবস্থায় পরে আছে অনেক বছর। ফলে দুই উপজেলার মানুষের চলাচলে দুর্ভোগের যেন শেষ নেই।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, শ্রীমন্ত নদীর ওপর সেতুটি অনেক আগেই ভেঙে গেছে। ভাঙা সেতুটি সংস্কারের সুযোগ নেই। সেখানে নতুন সেতুর প্রয়োজন। ইতিমধ্যেই এলজিইডির উর্ধ্বতন কর্তপক্ষ ওই স্থানটি পরিদর্শন করেছেন ও নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্ধ হলেই দ্রত সময়ের মধ্যে সেখানে ব্রীজ নির্মানের কার্যক্রম শুরু হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram