হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চলাচলের দাবিতে আজ শনিবার মাগরিবের নামাজের পরে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামীকাল রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল পথ অবরোধ করা হবে বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের নেতারা।
শনিবার দুপুরে হাতীবান্ধা রেলস্টেশনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাহেদুজ্জামান কোয়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সমন্বয়ক ফারুক হোসেন নিশাত, শামসুল আলম বুলেট, ফিরোজ হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।
এ দিকে বুড়িমারী এক্সপ্রেস চলাচলের দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত ৫ দিন ধরে রেলপথ অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
প্রসঙ্গত, বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার চার উপজেলার মানুষ সরাসরি ট্রেনটি সুবিধা বঞ্চিত হচ্ছে শুরু থেকে। ফলে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ বুড়িমারী থেকে ট্রেনটি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।