যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে আগামীকাল ২৫ এপ্রিল গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য বিভাগভুক্ত এ ইউনিটে মোট ১,৫৫৯ জন শিক্ষার্থীর আসন বরাদ্দ করা হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল একাডেমিক ভবনে। শিক্ষার্থীদের সুবিধার্থে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশনা সম্বলিত ডিজিটাল ব্যানার এবং স্বেচ্ছাসেবক টিম (বিএনসিসি, রোভার স্কাউট ও ছাত্র সংগঠন) থাকবেন সহায়তায়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। অভিভাবকদের জন্য টিএসসি ভবনের সামনে বিশ্রাম ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সকাল ৮টা ৪০ মিনিট থেকে ১২ টা ৪০ মিনিট পর্যন্ত পালবাড়ি থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু থাকবে।
পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। সকল শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।