

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার তথ্য অনুসন্ধানে বাঁশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম কাজ করছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
গতকাল শনিবার রাত ১০ টার দিকে সরল ইউনিয়নের ডোম পাড়ার বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা চালক মো. জাহিদুল ইসলাম ছুরিকাহত হন। কয়েকজন পথচারী জাহিদুল ইসলামকে পড়ে থাকতে দেখে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিক বড়ুয়া জানান, 'রাত সাড়ে ১০টায় মৃত অবস্থায় আনা হয় তআকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।'
এ ঘটনায় নিহত জাহিদুল বাঁশখালী পৌরসভার ভাদালিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাচুর বাপের বাড়ীর মৃত হাবীব উল্লাহর পুত্র।
জানা যায়, নিহত জাহিদুলের পিতা হাবিব উল্লাহ দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। এই মরণঘাতক ক্যান্সারে দুই মাস আগে মারা যায় জাহিদুলের পিতা। পরিবারের হাল ধরতে জাহিদুল অটোরিকশা চালানো শুরু করে।
এলাকাবাসীর ধারণা, রিকশা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরেই তাকে খুন করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলেই অনেকের ধারণা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'নিহত রিকশা চালকের লাশ রাতে থানা মর্গে আনা হয়। তার গাড়ি, মোবাইল ও অন্যান্য জিনিস পত্র পাওয়া গেছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য আজ সকালে চমেকের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

