ঢাকা
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৯
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৫

সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৩৫ গ্রামে আজ থেকে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সিয়াম সাধনা ও ঈদ পালন করে থাকেন চাঁদপুরের কয়েকটি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সেই ধারাবাহিকতায় এ জেলার ৩৫টি গ্রামে আজ শনিবার থেকে পবিত্র রোজা পালন শুরু করবেন অনেকে।

শুক্রবার রাতে জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার এসব গ্রামে তারাবির নামাজ আদায় করার মধ্য দিয়ে রোজা পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন তারা।

রাতে ফরিদগঞ্জ উপজেলার বদরপুর ঈদগাঁ জামে মসজিদের ইমাম মাওলানা শরীফুল ইসলাম চৌধুরী জানান, সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেই পবিত্র রোজা পালনের সিদ্ধান্ত নেন তারা। তার মতো একই নিয়মের অনুসারীরাও রোজা পালনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

পাশের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম বলেন, আরবি ও চন্দ্র মাস হিসাব করেই ইমাম আবু হানিফা (রা.)-এর তরিকায় বিশ্বাসী প্রতিটি মুসলমান এভাবে ধর্মীয় উৎসবগুলো পালন করা একান্ত আবশ্যক। সুতরাং সেই নিয়ম মেনেই আমরা রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। যেমনটি অন্য বছরও করে থাকি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাড়ি সৌদি আরব প্রবাসী মনির হোসেন মাল জানান, বর্তমানে সৌদি আরবেও রোজা এবং দেশের বাড়িতেও রোজা একসঙ্গে শুরু হচ্ছে। এটা তার জন্য বড় খুশি এবং আনন্দের বিষয়।

প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর মাওলানা ইসহাক (র.) বিগত ১৯২৮ সালে এই দেশে প্রথম রোজা ও দুটি ঈদ এমনভাবে প্রচলন শুরু করেন। তারপর থেকে তার অনুসারীরা সেই নিয়মে এখন পর্যন্ত এই দেশে আগাম রোজা পালন ও ঈদ উৎসব চালু রেখেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram