মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে বুধবার দিবাগত রাত ২ ঘটিকায় ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার রাতে অভিযান চালিয়ে জাহান মিয়া (২৭) ও লিজন মিয়াকে (২৩) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার দুই ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নায়েকপুর ইউনিয়নে জাহান মিয়া ও লিজন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। এ সময় তাদের ঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং ৩টি মেমোরি কার্ড জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার হেফাজতে নেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আল আমিন জানান, বুধবার রাতে সহোদর জাহান ও লিজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঘর থেকে ইয়াবাসহ নগদ টাকা, মোবাইল ফোনসহ তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।