কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর মুক্তিযোদ্ধা গনি শেখ এর মরদেহ গতকাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে একই এলাকার দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম নাজমুল করিম ও রতন শেখ। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
আজ সোমবার দুপুরে কাপাসিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. তাহিদুল্লাহ গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের গনি শেখ এর ছেলে শিহাব শেখ বাদী হয়ে গতকাল রাতেই কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত মুক্তিযোদ্ধা গনি শেখ (৭০) উপজেলার নলগাও খয়ড়াপাড়া গ্রামের মৃত কামাল শেখ এর ছেলে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, গতকাল রবিবার দুপুর ১টায় ওই গ্রামে বাড়ীর পাশে ধানক্ষেত সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা কমান্ডার এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা গণমাধ্যমকে জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।