মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তামিম (১৪) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে টিকিকাটা সাঈফী নগর এলাকার আহমদ আলীর বাড়ির সামনের বেড় থেকে ইজিবাইক চালক তামিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তামিম মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী (গোডাউন) এলাকার দিনমজুর ইয়াকুব আলীর ছেলে।
মঠবাড়িয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবদুল হালিম তালুকদার জানান, তামিম একজন স্কুল ছাত্র। আর্থিক অস্বচ্ছতায় লেখাপড়ার পাশাপাশি পরিবারকে সহায়তা দেয়ার জন্য নিহত তামিম অটো গাড়ি চালাতেন। রাতে বাড়ীতে না ফেরায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করেন। অবশেষে টিকিকাটা সাঈফী নগর এলাকার আহমদ আলীর বাড়ির সামনের বেড় থেকে ইজিবাইক চালক তামিমের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ইজিবাইক চালক তামিমকে খুনীরা পরিকল্পিতভাবে হত্যা করে বেড়ের পানিতে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এটি একটি হৃদয়বিদারক ঘটনা। তামিমের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।