হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদীর পাড়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বিলুপ্ত প্রজাতির শকুনটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ইউনিটের কাছে হস্তান্তর করেছে হরিরামপুর উপজেলা প্রশাসন।
জানা যায়, গত বুধবার উপজেলার পদ্মানদীর চরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বিলুপ্ত প্রজাতির শকুনটি দেখে স্থানীয় রাজিব, সাইফুল, বাবু হরিরামপুর শ্যামল নিসর্গের কর্মী ও হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবিদ হাসানের কাছে জানান।
হরিরামপুর শ্যামল নিসর্গের কর্মী, সাংবাদিক আবিদ হাসান জানান, খবর পেয়ে নিরাপদে এনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এটিএন বাংলায় খবর প্রচারিত হয়। খবরটি মানিকগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি চিকিৎসাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেন। উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল দাদা ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ইউনিটে যোগাযোগ করিয়ে দেন। আজ তারা এসে নিয়ে যান। এমন আন্তরিকতার জন্য জেলা প্রশাসক মনোয়ার হোসেন, শ্যামল নিসর্গ আর এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ।
হরিরামপুর বন বিভাগের (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শরিফুল ইসলাম জানান, বিলুপ্ত প্রজাতির এই প্রাণীটি উদ্ধার করে মহৎ কাজ করেছে স্থানীয়রা। আমরা নিয়মিত সকল বিষয়ে খোঁজ খবর নিয়ে বিলুপ্ত প্রজাতির সকল প্রাণীকে সংরক্ষণ করবো।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইয়াইল্ড লাইফ ইনসপেক্টর নারগিস সুলতানা জানান, বিলুপ্ত প্রজাতির শকুনটি এখন মোটামুটি সুস্থ। আমরা নিয়ে যাচ্ছি, চিকিৎসা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার জানান, জেলা প্রশাসককে ধন্যবাদ এবং সেই সাথে সাংবাদিক ভাইকেও ধন্যবাদ। এমন বিলুপ্ত প্রজাতির সকল প্রাণীকে অসুস্থ দেখামাত্র আমাদেরকে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।