ঢাকা
২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

যশোরে মারামারির ঘটনায় থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা, আটক-২

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বড় হৈবতপুর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা ও জখমের ঘটনায় ইউপি সদস্য আনিছুরসহ ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি হুমায়ন কবীর রাজু বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

এ মামলার অন্য আসামিরা হলেন, আব্দুলপুরের তৌহিদ, তার ভাই শফিক, আপন, রমজান, নজরুল, বুলবুলি, মফিজুর, বাবু, আজিম, তীরের হাটের জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, মথুরাপুরের আনোয়ার হোসেন গাজী, শান্তি গাজী, ভগলপুরের হামিদুর রহমান লাভলু, উত্তর ললিতাদহের সাদ্দাম হোসেন, মথুরাপুরের সাইফুল, চুড়ামনকাটির জাফর আলী,পোলতাডাঙ্গার রহমত আলী ও আব্দুলপুরের টিটো। তাদের মধ্যে নজরুল ইসলাম ও বুলবুলিকে নিজবাড়ি থেকে মঙ্গলবার রাত চারটায় আটক করে। এ মামলায় আরও ১৫/২০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, মঙ্গলবার সকালে আসামিরা বাদীসহ বড় হৈবতপুর গ্রামের আরও ১০/১৫ জনের জমির পানির আইল কেটে তৌহিদের জমিতে পানি নেয়া শুরু করে। বিষয়টি জানতে পেরে তিনিসহ ওই গ্রামের আরও ১০/১৫জন চাষী বিষয়টির প্রতিবাদ করে। এর জের ধরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তাকে ঠেকাতে আসলে তার সাথে থাকা জিয়াউলসহ আরও কয়েকজনকে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সকালে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram