শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা ইলিয়াস মাদবরকে রাতে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পদ্মাসেতু দক্ষিণ থানার নাওডোবা ইউনিয়নের হাওলাদার মার্কেট সংলগ্ন মিন্টু হাওলাদারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় হয়।
গ্রেফতারকৃত ইলিয়াস মাদবর উপজেলার বিকেনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য তথা পলাতক আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা থাকায় বুধবার সকালে পদ্মাসেতু দক্ষিণ থানা থেকে জাজিরা থানায় প্রেরণ করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দুলাল আকন জানান, তাকে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে জাজিরা থানায় ৭-৮টি মামলা রয়েছে। কিছু মামলায় খালাস পেয়েছে এবং কিছু মামলায় জামিনেও রয়েছে। পলিটিক্যাল বিষয়গুলোও পর্যালোচনা চলছে। তাকে যথাসময়ে কোর্টে প্রেরণ করা হবে।