রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার চরপাতুরিয়া বালু মহালের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের উত্তেজনার ছবি ও ভিডিও ধারণ করায় মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন মোনিমের (৪১) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক ইমরান হোসেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের আম্রকানন চত্বরে এই হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশের তৎপরতার কারণে ঘটনা বেশি বড় হয়নি।
আহত মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ইমরান হোসেন মোনিম রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এদিকে ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও নিবর ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। পরে সদর হাসপাতালে এসে ইমরানের সার্বিক খোঁজ খবর নেন রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অনেকে।
জানা গেছে, কালুখালীর চরপাতুরিয়া বালু মহালের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় পেশাগত কাজে ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী রাজবাড়ীর মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ইমরান হোসেন মোনিমের ওপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে জখম করা হয়। এ সময় জেলা প্রশাসকের অফিসের সামনে উপস্তিত অন্যান্য সাংবাদিকদের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলায় কর্মরত সংবাদ কর্মীরা। সেই সঙ্গে হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।