সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৮ লক্ষ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। শনিবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
অপহৃত ব্যবসায়ী মো. ইদ্রিস আলী (৪৫) শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভুট্টা ও ধানের ব্যবসার পাশাপাশি একটি মাহিন্দ্রা গাড়ি দিয়ে মালামাল পরিবহনের কাজ করতেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি দেড় লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। সেদিন রাতে তিনি বাড়ি ফিরেননি। তাকে খুঁজে না পেয়ে রোববার তার ইদ্রিস আলীর ভাই আমিনুর ইসলাম সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ইদ্রিস আলীর স্ত্রী নিপা আক্তার জানান, অপহরণকারীরা রোববার দিনে তিনবার তার কাছে ফোন করে ৮ লক্ষ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা হুমকি দেয়, টাকা না দিলে ইদ্রিস আলীকে হত্যা করা হবে। সোমবারও অপহরণকারীরা ফোন করে টাকা জোগাড়ের বিষয়ে জানতে চায়। নিপা আক্তার আরও বলেন, অপহরণকারীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে বলছেন।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, অপহরণকারীরা ইদ্রিস আলীকে অচেতন বা নেশাজাতীয় তরল খাইয়ে ভাটারা বাজার বা এর আশেপাশের কোনো স্থান থেকে অপহরণ করেছে। ইদ্রিস আলীর তিন কন্যা বাবার জন্য সারাদিন কান্নাকাটি করছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ ঘটনায় সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালু বলেন, অপহরণের অভিযোগ পেয়ে প্রযুক্তিগত সহায়তায় অপহরণকারীদের ধরার চেষ্টা চলছে। তিনি আরও জানান, অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চলছে।