নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকান্ডে একটি মার্কেটের চারটি দোকান পুড়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সখীপুর জিরো পয়েন্ট থেকে কচুয়া রোডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এতে ওই মার্কেটের আব্দুল মতিন মিয়ার খেলা ঘর, মামুন ও আব্বাস আলীর সেনেটারী এবং ইউসুফের পেট্রোলের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে সখীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ সহায়তা করেন। রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ওই চারটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ সমবেদনা জানিয়ে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে সোমবার দুপুর ২টার দিকে লাবীব গ্রুপের চেয়াম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে নগদ ১০লক্ষ টাকা এবং মার্কেটের মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়াকে ৫লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।