শরিফ শিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: সীমাহীন দুর্নীতি ও অনিয়ম এবং বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগে গাজীপুর জেলার কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে পরিষদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ রোববার দুপুরে সনমানিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সনমানিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন প্রকল্পের নামে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে আজকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ। অবিলম্বে মিজানুর রহমানকে সনমানিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে সরিয়ে এলাকার জনগণের নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন সংশোধনসহ সকল সেবা পাওয়ার প্রয়োজনীয় অনুরোধ জানান।
স্থানীয় আড়াল গ্রামের মীর বিপ্লব ও পার্শ্ববর্তী গ্রাম মামুর্দী গ্রামের চান মিয়া বলেন, পরিবারের সদস্যদের জন্ম নিবন্ধন করতে আসলে আমাদের কাছ থেকে ৬০০০ টাকা নেয়।
স্থানীয় তৌহিদুজ্জামান সরকার তপন, ফারুক হোসেন সরকার, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম শিপন, সাখাওয়াত হোসেন গাজী, মাহবুব প্রিন্সসহ শতাধিক লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেছে।
এ বিষয়ে সনমানিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।