জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় রেজওয়ান (২৪) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা ট্রাক ড্রাইভার আহত হয়েছে।
সাতক্ষীরা কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিসের সামনে বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৭৯৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে ট্রাক হেলপার রেজওয়ান (২৪) ঘটনাস্থলে নিহত হয়। নিহত রেজওয়ান কলারোয়া পৌর সদরের পোগিনাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
কলারোয়া থানা পুলিশ জানায়, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিসের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বে থেকে রাস্তার পাশে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ঘটনা স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্রাকটি থানায় নিয়ে যায়।