জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে অজ্ঞাত (৪৫) মুসলিম ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল দশটার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের শরিয়ত উল্লাহ মেম্বারের বাড়ি সংলগ্ন ছোট ফেনী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।