স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: bগোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ ফারুক আহমেদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি।
জানাগেছে, জি.আর মামলা নং-৩৮৪/২৪ এর সার্টিফিকেট সংক্রান্ত নথিপত্রসহ আরএমও-কে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করেন গোপালগঞ্জে অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন। কিন্তু, একাধিকবার নির্দেশ দেয়া সত্তেও তিনি নথিপত্র নিয়ে হাজির না হওয়ায় তাকে ৫দিনের বিনাশ্রম সাজা দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ইতোপূর্বে ডা. ফারুক আহমেদকে আদালত একটি মামলায় কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন। কিন্তু, দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন বিজ্ঞ আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।