লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে এক জেলের জালে প্রায় এক মণ ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে লালপুর মাছের আড়তে বিশাল আকৃতির এই মাছটি প্রায় ৪০ হাজার টাকায় কিনে নেন ফুরকান আলী নামে এক মাছের আড়তদার। পরে তিনি ফজলু হাজী নামে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর কাছে ১১৬০ টাকা কেজি দরে বিক্রি করে দেন।
আড়তদার ফুরকান আলী জানান, রাতে উপজেলার পদ্মানদীর রাইটার ঘাট এলাকায় শফিকুল ইসলাম নামে এক জেলে জালে ধরা পড়ে ৪০ কেজি ওজনের বাগাড়। মাছটি পাওয়ার পর বিক্রির জন্য নিয়ে আসেন লালপুর মাছের আড়তে। এসময় তিনি মাছটি কিনে ভাই ভাই আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী ফজলু হাজী বাগাড়টি কিনে নেন।