মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বালক বালিকা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ভবানী চরন ও আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) এগারোটার দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদে ফুটবলারদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, অংহ্লা মারমা, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো. মো. আসগর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ক্রীড়া প্রেমী দর্শক শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রথম খেলায় বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভবানী চরন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় দ্বিতীয়ার্ধে ১-০ গোলে বিজয়ী হয় ভবানী চরন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই সময়ে, বালক গোল্ডকাপ টুর্নামেন্টে মুখোমুখি হয় আমতলী সরকারি প্রাথমিক ও রিংকুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলার দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে ১-০ গোলে এগিয়ে যায় আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।