বায়ুদূষণে বিশ্বের ১২২ নগরের মধ্যে আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটের আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর স্কোর ১৬২। আর বায়ুর এই স্কোরকে মূলত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া সকালের একই সময়ে ২৮৯ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে কুয়েতের কুয়েত সিটি। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং ১২৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা।
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এদিকে স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।