তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলার এজাহারনামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আরিফুজ্জামান খোকা নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ‘আরিফুজ্জামান খোকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। এবং তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।’