জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি ও পশ্চিম পয়সা গ্রামের মৃত এনাজ উদ্দিন সিকদারের ছেলে ফিরোজ শিকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. অলিউর রহমান জানান, আওয়ামী লীগ সরকার আমলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের উপর ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে বসে হামলা চালিয়ে তাকে আহত করে রাতুলের মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চলতি বছর ১২ জানুয়ারি রাতুল বাদী হয়ে মামলা দায়ের করে, নং-৫। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃত ফিরোজকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা যুবদল নেতা কবির হোসেন বাইপাস সড়কে ক্রসফায়ারে ২১ ফেব্রুয়ারি রাতে নিহতর ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ১৭ অক্টোবর ফিরোজ সিকদারকে গ্রেফতার করেছিল পুলিশ।