দুর্গাপুর(রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে কোরবানির গরু হাটে নেওয়ার পথে ভুটভুটি গাড়ি উল্টে মো. সাজেদুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৪ মে) সকালে তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে। আহতরা হলেন—একই গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৪) ও বাগমারার কাজীপুর গ্রামের মো. আব্দুল কুদ্দুস (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ এলাকা থেকে একটি ভুটভুটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা টলি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটি গাড়িটি উল্টে যায়। এতে সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর রয়েল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত আব্দুল কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গাড়িতে থাকা দুটি গরু অক্ষত রয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ তৌহিদুল ইসলাম মুঠোফোনে জানান, সড়ক দুর্ঘটনার পর ভুটভুটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হবে।