যশোর প্রতিনিধি: যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক পুলিশ কনস্টেবল হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। অপর নিহত রিয়াল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, পুলিশ সদস্য ফজলুল হক মোটরসাইকেল যোগে ঝিনাইদাহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা নামকস্থানে পৌছালে যশোরমুখি রিয়ালের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কন্সটেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত রিয়াল সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছড়া তার ভগ্নিপতি মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।