ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৭
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

ফটিকছড়িতে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফটিকছড়ি (চটগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি নছিমন, করিমনসহ বিভিন্ন যানবাহনের চালকরা। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র দেখার নাম করে এসব চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ চালকদের।

এছাড়া হাইওয়ে সড়ক দিয়ে চলাচলকারী দূরপাল্লার পরিবহনের সাথে রয়েছে হাইওয়ে পুলিশের বিশেষ চুক্তি। তবে যেসব গাড়ি চুক্তির আওতায় নেই সেই সব গাড়িগুলো আটক করে মামলা দেয়া যেন নিয়মে পরিণত হয়েছে।

এ সড়কে চলাচলকারী একাধিক বাস চালক জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাকাজি দিঘী, চামার দিঘী, বাঘমারা পুকুর, ডলু নয়া বাজার, সরকারহাটসহ একাধিক স্থানে চেকপোস্ট বসিয়ে প্রতিনিয়ত গাড়ি থামিয়ে চাঁদা আদায় করে হাইওয়ে পুলিশ। যানজট নিরসনে মহাসড়কে ডাকাতি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের নির্দিষ্ট দায়িত্ব থাকলেও দিনের অধিকাংশ সময় তারা ব্যস্ত থাকে চাঁদাবাজিতে।

রবিবার (১৮ মে) বিকালে সরেজমিন চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বাগমারা পুকুর এলাকায় গিয়ে দেখা যায়, পোশাক পরা অবস্থায় হাইওয়ে পুলিশের একটি টীম মূল সড়কের উপর অবস্থান নিয়েছে। এ সময় একটি ট্রাক থামিয়ে চালক থেকে চাঁদা নিচ্ছে একজন কনেস্টেবল। সাংবাদিক পরিচয় পেয়ে দ্রুত সটকে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক চালক বলেন, গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও চা নাস্তা খাওয়ার কথা বলে চাঁদা দাবি করে হাইওয়ে পুলিশ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মামলা দিয়ে হয়রানি করে। মামলার ভয়ে বাধ্য হয়ে তাদেরকে চাঁদা দিতে হয়।

নুরুল ইসলাম নামের এক অটোরিকশা চালকসহ কয়েকজন অটোরিকশা চালাক জানান, আমরা গরীব মানুষ। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু মহাসড়ক দিয়ে চলাচল করি বলে হাইওয়ে পুলিশকে প্রতিমাসে চাঁদা দিতে হয়। টাকা না দিলে গাড়ি আটক করে মামলার ভয় দেখায়।

এ বিষয়ে ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক বলেন, নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভূমিকা নিয়ে চালক ও সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা যানজট নিরসনের দায়িত্ব পালন না করে মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ির কাগজপত্র চেক করার নামে হয়রানি করে। অন্যদিকে মহাসড়কের জনগুরুত্বপূর্ণ স্থান নাজিরহাট ঝংকার মোড় ও বিবিরহাট বাস স্টেশনে প্রতিনিয়ত যানজটে নাকাল থাকলেও হাইওয়ে পুলিশের কার্যকরী ভূমিকা চোখে পড়েনা।

জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, দায়িত্ব পালনে আমরা সবসময় সচেষ্ট। দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের কারো বিরুদ্ধে যদি চাঁদাবাজির প্রমাণ পাই, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram