জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে সোমবার রাত এগারটায় হাসিনা আক্তার (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর গ্রামের মৃত আফজালুর রহমান মাঝির স্ত্রী ও ছয় সন্তানের জননী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত কয়েক মাস পূর্বে হাসিনা আক্তার তার মালিকীয় বসতবাড়ির জমি দুই ছেলের নিকট তিন লাখ টাকা মূল্যে বিক্রি করেন। এর মধ্যে প্রায় এক লাখ টাকার ঋণ পরিশোধ করেন। বাকী দুই লাখ টাকা মেঝ ছেলে নিজাম উদ্দিনকে দিয়ে দেন। এ নিয়ে তার ভরণপোষণ নিয়ে সন্তানদের মাঝে টানাপোড়েন সৃষ্টি হয়। বাকী সন্তানদের কাছে অবহেলার পাত্রে পরিণত হন তিনি। দু:সহ মানসিক যন্ত্রণায় পুত্র সাইফুলের ঘরে গলায় ওড়না পেঁছিয়ে আড়ার (বুতের) সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত আটটার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ফেনী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃদ্ধার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার চার ছেলে ও দুটি কন্যা সন্তান রয়েছে। দুই ছেলে তার থেকে খরিদ করা বাড়িতে বসবাস করছেন এবং অপর দুই ছেলে পৃথক স্থানে দুই বাড়িতে বসবাস করছেন।