মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়ে গত তিনদিন যাবত দিবানিশি একটানা যানজট চলমান রয়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। দিনরাত ভোগান্তিতে রয়েছেন যাত্রী সাধারণ।
গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে বড় বড় গর্ত হওয়ার কারণে ধীরগতিতে চলছে যানবাহন। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে রয়েছে যার দরুণ পানির উপর গাড়ি চললে উল্টে যাওয়ার ভয়ে চালকরা গাড়ি দাড় করিয়ে রাখে।
জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চার লেনে উন্নীতকরণের কাজ ৪ বছর ধরে চলমান রয়েছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্টান ইন্ডিয়ান এফকন কোম্পানি দ্রুত কাজ না করে বিশ্বরোড মোড়ের সড়ক অবহেলিত অবস্থায় ফেলে রাখার দরুণ এ সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাহার মিয়া, ডা: সাধন পাল ও এরশাদ বক্স বলেন, বিশ্বরোড মোড় মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ, এখানে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করলে যানজট মুক্ত হবে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ মামুন রহমান বলেন, বিশ্বরোড মোড়ের চারপাশে বড় বড় গর্তের জন্য যানজট সৃষ্টি হচ্ছে। এই গর্তে গাড়ি নামতে চায় না। যানজট নিরসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।